সিএনজি অটোরিকশার মিটার কোথায় গেল
সরকার নির্ধারিত মিটারের ভাড়ায় চলছে না রাজধানীতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা। এ অবস্থা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে, মিটারে না চলাটাই যেন নিয়ম।
চালকদের কাছে অনেকটা জিম্মি যাত্রীরা বাধ্য হয়ে মৌখিক ভাড়ায় সিএনজিতে চলাচল করেন। এ নিয়ে পুলিশের ট্রাফিক বিভাগেরও কোনো তৎপরতা দেখা যায় না আজকাল।
একাধিক সিএনজি অটোরিকশার যাত্রীর সঙ্গে আলাপে জানা যায়, যে গন্তব্যে মিটারে ভাড়া আসে ১০০ থেকে ১২০ টাকা, সেখানে পৌঁছাতে চুক্তিতে ভাড়া নেওয়া হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। চুক্তিতে যাত্রী তুলে চালকরা মিটার চালু করেই পথ চলেন বলেও জানান কেউ কেউ।