হত্যা-ষড়যন্ত্র করে ক্ষমতা রক্ষা হয় না: আ স ম রব

সমকাল প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ২২:৫৫

হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা রক্ষা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, চায়ের দাওয়াত দিয়ে মিছিলে গুলি করে নাগরিক হত্যা প্রমাণ করে সরকারের মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে।



বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন রব। তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনী নাটকের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে। এখন তারা অধিকার আদায়ের আন্দোলনকারীদের ষড়যন্ত্রকারী আখ্যায়িত করছে। শাসকদের এই বয়ান জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।



জেএসডি সভাপতি বলেন, নিষ্ঠুর সরকারকে ক্ষমতা থেকে বিতাড়ন করা জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার। জনগণ কখনও ষড়যন্ত্র করে না, জনগণ তার ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই করে। জনগণ ষড়যন্ত্র নয়, গণঅভ্যুত্থান করে।


তিনি বলেন, ভোলায় মিছিলে গুলি চালিয়ে দু'জনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করার পরও তদন্ত কমিটি গঠন না করা প্রমাণ করে, সরকার বিবেকশূন্য হয়ে পড়েছে। ক্ষমতার উন্মাদনায় প্রতিবাদী নাগরিকদের কণ্ঠ স্তব্ধ করতে নৃশংস হয়ে উঠেছে। নৈতিকভাবে বিপর্যস্ত এই সরকারের পক্ষে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও