বাসে ডাকাতি ও ধর্ষণের মামলায় ৫ দিনের রিমান্ডে রাজা মিয়া
টাঙ্গাইলে চলন্ত বাসে অস্ত্রের ভয় দেখিয়ে সকল যাত্রীর কাছ থেকে সর্বস্ব লুট ও এক নারীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার রাজা মিয়ার (৩২) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ এ রিমান্ড মঞ্জুর করেন।
মধুপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, রাজা মিয়ার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামে। তিনি কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
এদিকে ধর্ষণের শিকার ওই নারী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন। টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই নারীর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। তাঁর সোয়াপ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীনের নেতৃত্বে এ ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।