বগুড়া শহরের জলেশ্বরীতলায় একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশ ও রান্নাঘরে তেলাপোকা থাকায় এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) ইফতেখারুল ইসলাম রিজভী।
অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের হিলিয়াম রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় তাদের রান্নাঘর অস্বাস্থ্যকর অবস্থায় থাকায় ও তেলাপোকার উপস্থিতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।