কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শর্তে যদি থাকেন রাজি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১৬:০৯

একজন অভিনয়শিল্পী কোন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন, কোনটা করবেন না, তা নিয়ে অনেক সময়ই নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। সে ক্ষেত্রে তাঁরা কখনো বলেন স্ক্রিপ্টের কথা, কখনো বলেন ভালো পরিচালকের কথা। কিন্তু যেটা বলেন না, সেটা হলো, প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে রাখা শর্তের কথা। শাহরুখ থেকে অক্ষয়, প্রত্যেকেই প্রযোজনা প্রতিষ্ঠানের সামনে রাখেন নিজেদের কিছু শর্ত, স্টারডমের বাইপ্রোডাক্ট! সেগুলো কী? কী যুক্তিই-বা তাঁরা দেন সেসব শর্তের পেছনে?


শাহরুখ খান
শাহরুখের দাবি, তিনিই প্রথম অভিনেতা, যিনি পারিশ্রমিক না নিয়ে সিনেমার লভ্যাংশ নিতেন। শাহরুখ বলেন, ‘আমার রোজগারের অন্য অনেক রাস্তা আছে। লাইভ শো, ব্যবসা... বিজ্ঞাপন তো আমার মতো করে আগে কেউ করেইনি। প্রযোজকদের বলতাম, সিনেমা যদি চলে, তাহলে তার থেকে আমি আমার অংশ দাবি করব, তা ছাড়া নয়।’ শাহরুখ এখন নিজেই সিনেমা প্রযোজনা, ডিস্ট্রিবিউশন করেন। তবে যখনই অন্য প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয় করেন, তিনি সিনেমার ব্যবসার লভ্যাংশ নেন। পারিশ্রমিক নিতে রাজি নন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও