কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্টাইলেও কি কম যায় লুঙ্গি ?

প্রথম আলো প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১৬:০৩

পুরুষদের ঘরের পোশাক হিসেবে তুমুল জনপ্রিয় লুঙ্গি। অনেকে বাইরেও পরেন। তবে সাধারণভাবে নগরজীবনে তা কমই দেখা যায়। আবার ঘরের বাইরে লুঙ্গি পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই পোশাককে তুলেও ধরেন অনেকে। এই যেমন দেশি ক্রিকেটের ‘পোস্টার বয়’ মাশরাফি বিন মুর্তজা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার হোসেনকে দেখলেই বোঝা যায় লুঙ্গির জনপ্রিয়তা কমার নয়। দেশে-বিদেশে ঊর্ধ্বমুখী লুঙ্গির চাহিদা থেকেও বোঝা যাচ্ছে এর অবস্থান পাক্কা।

ক্রিকেটার মাশরাফির কাছে বিশ্রামের সময় লুঙ্গি সবচেয়ে আরামদায়ক। তাঁর বিদেশসফরের আগে ব্যাগ গোছানো পর্বে অগ্রাধিকার পায় এই পোশাকটি। শুধু বাংলাদেশ না, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জর্ডান, সোমালিয়া বা কেনিয়ার মতো দেশেও লুঙ্গি জনপ্রিয় পোশাক।

ডিজাইনার ও গবেষক চন্দ্র শেখর সাহা মনে করেন, এই অঞ্চলে মুসলিম বণিকদের আগমনের সঙ্গে লুঙ্গির যোগসূত্র থাকাটাই স্বাভাবিক। কারণ, এ দেশের চেক লুঙ্গির বিশেষত্ব ইন্দোনেশিয়াতে বেশি দেখা যায়। অনেক দেশে যেমন লুঙ্গির প্রচলন রয়েছে, তেমনি পরিচিতিতে বা পরার স্টাইলেও আছে ভিন্নতা। আমাদের চেনা লুঙ্গিই কোনো দেশে সারং, কোথাও আবার মুন্ডা বা কাইলি। লোঙ্গাই নামেও ডাকে কোনো কোনো দেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও