বেশি লাভের আশায় ওয়েবসাইটে বিনিয়োগ, ৪ কোটি টাকা হাওয়া
‘সিলেজ ইনভেস্টমেন্ট’ নামে একটি ওয়েবসাইটে বিনিয়োগ করে বেশি টাকা লাভের আশায় একাধিক ব্যক্তির কাছ থেকে গত তিন মাসে ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, বিনিয়োগকারীরা প্রথমে লাভ পেলেও পরে বেশি লাভের আশায় মোটা অঙ্কের টাকা সিলেজ সাইটে বিনিয়োগ করে প্রতারণার শিকার হন।
গ্রেফতাররা হলেন- রনি খান (৩২), আরজু আক্তার (২৭) ও তাসনিম রহমান (২৫)। বুধবার (৩ আগস্ট) রাতে বরিশালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।
তাদের কাছ থেকে ৪টি মোবাইল, ৩টি বিকাশ/নগদ এজেন্ট সিম, বিভিন্ন ব্যাংকের কয়েকটি চেকবই ও নগদ ১ লাখ ২৮ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম।