![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-08%252Ffcadbfcc-16aa-40f9-b148-72f79fb05404%252FBHOLA_PIC_NURE_ALAM.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
পুলিশের গুলিকে ‘বার্তা’ হিসেবে দেখছে বিএনপি
ভোলায় পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা নূরে আলমও গতকাল বুধবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গুলিতে দুজন নিহত হলেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না বলে সরকারের দিক থেকে আশ্বাস দেওয়ার সাত দিনের মাথায় ভোলায় বিক্ষোভ মিছিলের প্রাক্কালে পুলিশের এভাবে গুলিবর্ষণের ঘটনায় বিএনপি কিছুটা হতচকিত। এ ঘটনা সরকারের দিক থেকে কোনো বার্তা কি না, সেই পর্যালোচনা করছেন দলটির নেতারা।
বিএনপির নেতারা বলছেন, গত ২৩ জুলাই দলীয় এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যদি তাঁর কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয়, তাতেও বাধা দেওয়া হবে না। বরং তিনি বিএনপি নেতাদের বসাবেন, চা খাওয়াবেন, তাঁদের কথা শুনবেন। এ বক্তব্যের পর সপ্তাহ পার না হতেই ৩০ জুলাই ভোলায় বিএনপির কর্মসূচিতে গুলি করে পুলিশ। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আবদুর রহিম মাতব্বর নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ২৪ জন। তাঁদের একজন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূরে আলম গতকাল মারা গেলেন।