আপনিও কি PCOS-এর শিকার? অসুখ এড়াতে উপায় বাতলালেন আয়ুর্বেদ চিকিৎসক
eisamay.com
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১১:২৩
পলিসিস্টিক ওভারির সমস্যা ভোগেন অনেক মেয়েরাই, বাদ যায়নি বলি সেলেবরাও। সারা, সোনম কাপুর, ভিক্টোরিয়া বেকহ্যাম, এমা থম্পসন-সহ বহু বলি তারকা এই রোগের শিকার হয়েছিলেন। WHO-এর সমীক্ষা অনুযায়ী, প্রতি ৫ জনে এক জন ভারতীয় মেয়েই এই অসুখে ভোগেন।
পলিসিস্টিক ওভারি ডিজিজকেই ছোট করে বলা হয় POCD। এই PCOS-কে পুরো কথায় বলা হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম। বিশেষজ্ঞদের মতে, হরমোনের তারতম্যের জন্যই এই সমস্যা হয়। এই সমস্যা হলে ছোট ছোট টিউমারের আকারে দেখতে সিস্টগুলো তরল বা অর্ধতরল উপাদান দিয়ে তৈরি হয়।