কেন তাইওয়ানের চিপ ইন্ডাস্ট্রির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে না চীন
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার তাইওয়ান সফর করার পর থেকেই দ্বীপটিকে নানাভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে চীন। ইতোমধ্যে এরই অংশ হিসেবে বেইজিং বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের মতো পুরনো চাল চেলেছে।
নানা হুমকি-ধামকি সত্ত্বেও তাইওয়ানে পেলোসির সফরের প্রতিক্রিয়ায় দ্বীপটি থেকে সাইট্রাস ফল ও মাছ আমদানি বন্ধ করেছে চীন এবং দ্বীপটিতে বালু রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাইওয়ানের চারপাশে বৃহস্পতিবার থেকে বড় ধরনের সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে শি জিনংপিংয়ের দেশ। মহড়াগুলোকে ‘পুনর্মিলন অপারেশন মহড়া’র মতো করে সাজানো।