পদত্যাগ করলেন পেরুর প্রধানমন্ত্রী
হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাতিন আমেরিকার দেশ পেরুর প্রধানমন্ত্রী অ্যানিবাল তোরেস।স্থানীয় সময় বুধবার সকালে তিনি পদত্যাগ করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
তোরেস টুইটারে তার পদত্যাগের খবর দেন। ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগ করার কথা জানিয়েছেন এ আইনজীবী।
দেশটিতে প্রেসিডেন্ট হওয়ার এক বছর যেতে না যেতেই পেদ্রো ক্যাস্টিলোর বিরুদ্ধে ফৌজদারী তদন্তের মাত্রা বেড়ে যাওয়ার মধ্যে তোরেস পদত্যাগ করলেন। যদিও তাকে এতদিন ক্যাস্টিলোর অন্যতম মিত্র হিসেবে দেখা হতো।
ক্যাস্টিলো সরকারের শীর্ষ এ পদ নিয়ে বেশ বেকায়দায় রয়েছেন। কেননা, গত বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন তাকে পঞ্চম প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে হবে।
এদিকে ক্যাস্টিলো পাঁচটি ফৌজদারী তদন্তের লক্ষ্যবস্তু। এর মধ্যে দুটি তদন্ত চলছে, তিনি ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য কিনা সে বিষয়ে।
পেরুর প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়িত্ব চলাকালে তদন্ত করা যায়, কিন্তু অভিযুক্ত করা যায় না।