কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এমবেডেড টুইট এডিট হলে জানিয়ে দেবে টুইটার

টুইটারে ‘নট-অ্যান-এপ্রিল-ফুলস-জোক’ নামে এডিট ফিচারটি এখন পাবলিক টেস্টিংয়ে আসা বাকি। কিন্তু এরইমধ্যে গবেষক জেন মানচুন ওং এর একটি গবেষণা সবার নজর কেড়েছে।  ওয়েবে এমবেডেড একটি টুইটকে এডিট করা হলে সেটা দেখতে কেমন হতে পারে তার এই কাজে এখন একটি ধারণা পাওয়া গেছে।

ওং দেখান কউ যদি সাম্প্রতিক এডিট হওয়া টুইটকে এমবেড করে তাহলে টুইটটির টেক্সট এর নিচে ‘লাস্ট এডিটেড’ নামে একটি মেসেজ থাকবে। কিন্তু যদি এটি এমবেড হওয়ার সময় টুইট করে তাহলে সেটা আগের টুইটের নতুন একটি সংস্করণ হিসেবে দেখা যাবে।

তবে এডিট ফিচারটি এখনও প্রাতিষ্ঠানিকভাবে চালু হয়নি। এটি পরিবর্তনও হতে পারে। তবে এই বিষয়টিকে খুবই যৌক্তিক বলে মন্তব্য করেছে ভার্জ কেননা কেউ যদি চায় তাহলে খুব সহজেই এডিট হওয়া টুইটগুলো দেখতে পারবে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এদিকে অ্যাপেলও তাদের আসন্ন আই-মেসেজে এডিট ফিচারটি ব্যবহারকারীদের জন্য সহজ করে আনছে। তাদের আইওএস ১৬ বেটা সংস্করণে এডিট এর ইতিহাস যোগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন