কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুক্তিযুদ্ধ, সত্য ঘটনা, উপন্যাস, সেন্সরে জমা পড়ল তিন ধরনের তিন ছবি

প্রথম আলো প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ২০:১৮

গত ঈদে মুক্তি পাওয়া তিন সিনেমা মধ্যে সবচেয়ে কম ১১টি হলে মুক্তি পায় ‘পরাণ’। কিন্তু মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে সাড়া ফেলে রায়হান রাফির ছবিটি। এর পর থেকে প্রতি সপ্তাহে এই ছবির দর্শক-আগ্রহ বেড়েই চলেছে। দর্শক চাহিদায় তৃতীয় সপ্তাহে এসে ছবিটি এখন চলছে ৬০টি প্রেক্ষাগৃহে। ‘পরাণ’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটি ছবি ‘দামাল’ সেন্সর বোর্ডে জমা দিয়েছেন রাফি। ‘দামাল’-এর সঙ্গে জমা পড়েছে আরও দুই ছবি—রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও নিশীথ রঞ্জন সিনহার ‘পায়রার চিঠি’। তিনটি ছবি জমা পড়ার কথা নিশ্চিত করে সেন্সর বোর্ডের উপপরিচালক মমিনুল হক প্রথম আলোকে জানান, সিনেমাগুলো শিগগিরই দেখা হবে, তারপর সিদ্ধান্ত জানানো হবে।

সেন্সরে জম পড়া তিন ছবির গল্প তিন ধরনের। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত হয়েছে ‘দামাল’। রায়হান রাফি জানান, সিনেমাটির মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। ‘দামাল’ নিয়ে তিনি খুবই আশাবাদী। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ অপু, শাহনাজ সুমী। এর মধ্যে বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও রাশেদ অপুর পরিচালকের আগের ছবি ‘পরাণ’-এও ছিলেন।


‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মিত হয়েছে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে। রায়হান জুয়েল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন পরীমনি, সিয়াম আহমেদসহ আরও অনেকে। পরিচালক বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার পর আমরা মুক্তির বিষয়ে চিন্তা করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও