![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-93325018,imgsize-83440,width-700,height-525,resizemode-75/ei-samay.jpg)
জামদানি শাড়ি কিনতে গিয়ে এই জিনিসগুলো অবশ্যই যাচাই করুন! নাহলে পুরো টাকাটাই জলে যাবে
জামদানি শাড়ি আমাদের সবারই খুব প্রিয়। তাই তারকাদের কালেকশনেও যেমন এই শাড়ি আছে, আবার আমাদের সংগ্রহেও এই শাড়ি আছে।
জামদানি(Dhakai Jamdani) আমাদের প্রত্যেক বাঙালি মেয়েরই খুব প্রিয়। এই জামদানি শাড়ি পরে যেমন কোনও দিনের অনুষ্ঠানেও আপনি যেতে পারেন। আবার একই জামদানি শাড়ি পরেই আপনি যেতে পারেন বিয়ের নিমন্ত্রণেও। শুধু ব্লাউজ পরিবর্তন করে নিলেই হবে। সিল্ক, হাফ সিল্ক বা সুতি… এই তিন ধরনের ফ্যাব্রিকের উপরেই তৈরি হয় জামদানি(Jamdani Price)।
আপনি কি এর মধ্য়েই কোনও জামদানি কেনার পরিকল্পনা করছেন? যদি তাই হয়, তবে অনেকগুলো টাকাই নিশ্চয়ই একটি শাড়ির জন্য খরচ করার কথা ভাবছেন আপনি। তাহলে জামদানি কেনার আগে একটু তো খেয়াল রাখতেই হবে। কেনার আগেই কয়েকটি বিষয় নোট করুন, নাহলে ঠকে গেলেও যেতে পারেন আপনি…
নকল জামদানিতে ছেয়ে যাচ্ছে বাজার?
বছরের পর বছর ধরে বাঙালির মন জয় করে নিয়েছে এই শাড়ি। তাই কখনও আউট অফ ট্রেন্ড হয়ে যায়নি এই ঐতিহ্যবাহী শাড়ি। বরং একইভাবে সবার প্রিয় হয়ে থেকেছে। এখনও এই জামদানি শাড়ি ভীষণভাবে বাংলার ফ্য়াশনে ইন। দুর্গা পুজো আসছে। অগ্রহায়ণে যাঁদের বিয়ে, তাঁরাও ইতিমধ্যেই কেনাকাটা শুরু করেছেন। কম বেশি প্রত্যেকেই একটা হলেও জামদানি কিনবেন।
- ট্যাগ:
- লাইফ
- জামদানি
- জামদানি শাড়ি