You have reached your daily news limit

Please log in to continue


রহস্যময় গ্যাস নিঃসরণ, ভারতে ৯৫ জন হাসপাতালে

ভারতে এক পোশাক কারখানায় রহস্যময় গ্যাস নিঃসরণের ঘটনায় ৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ধ্র প্রদেশের বিশাখাপাটনাম শহরের একটি স্পেশাল ইকোনোমিক জোনের একটি কারখানায় এই ঘটনা ঘটে। এতে আক্রান্তদের অবস্থা স্থিতিশীল। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় রাজ্য সরকার এখন পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। তবে বিরোধী দলগুলো এই ঘটনা ঠেকাতে ব্যর্থতার জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে।


ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে কারখানাটির একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের কর্মীরা বাতাসে দুর্গন্ধ যুক্ত গ্যাসের উপস্থিতি টের পায়। এই গ্যাস শ্বাসের মাধ্যমে গ্রহণের পর অন্তত ৯৫ কর্মী শ্বাসকষ্ট ও বমি শুরু করে। পরে তাদের আনাকাপাল্লি, আতচায়ুতাপুরাম এবং বিশাখাপাটনামের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।


একই স্থানে গত দুই মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বারের মতো এই ধরনের ঘটনা ঘটলো। গত ৩ জুন চোখব্যথা, শ্বাসকষ্ট ও বমির কথা বলার পর তিনশ’র বেশি নারী কর্মী অজ্ঞান হয়ে পড়ে। এই ঘটনায় হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলোজির বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়। তবে রাজ্য সরকার এখন পর্যন্ত ওই দলের প্রতিবেদন প্রকাশ করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন