![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftasim-1-20220803122208.jpg)
ডায়রিয়ার চিকিৎসায় আঙুল কাটতে হলো শিশুর!
পাবনা জেনারেল হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা করাতে গিয়ে ১ বছরের শিশুর ৩টি আঙুল কেটে ফেলতে হয়েছে। জুন মাসের ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত শিশুটি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সঠিকভাবে ইনজেকশন পুশ না করায় এবং চিকিৎসায় অবহেলার কারণে এমন ক্ষতি হয়েছে বলে শিশুটির বাবা জাহিদুল ইসলাম জাহিদ জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিভিল সার্জনসহ বিভিন্ন মহলে অভিযোগপত্র দিয়েছেন তিনি।
জাহিদ পাবনা সদর উপজেলার গাছপাড়া মহল্লার বাসিন্দা। তার ১ বছর বয়সী শিশুর নাম তাসিম মোল্লা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভুল চিকিৎসা
- ডায়রিয়া