তাইওয়ান সফরে এসে ডেপুটি স্পিকারকে যা বললেন ন্যান্সি পেলোসি
লাগাতার হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফর সফল করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। এরই মধ্যে তিনি তাইওয়ান পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাই চাই চ্যাং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় পেলোসি বলেন, আমরা তাইওয়ানে বন্ধুত্বের জন্য এসেছি। আমরা এই অঞ্চলে শান্তির জন্য এসেছি। এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে তাইওয়ানে যান ন্যান্সি। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ নিজে উপস্থিত থেকে ন্যান্সি পেলোসিকে বিমানবন্দরে স্বাগত জানান।
পেলোসির সফরের জেরে তাইওয়ানে নির্মাণে ব্যবহৃত বালু রফতানি এবং তাইওয়ান থেকে সাইট্রিস (লেবু জাতীয়) ফল ও কিছু বিশেষ ধরনের মাছ আমদানি নিষিদ্ধ করেছে চীন। চীনের তাইওয়ান সম্পর্কিত দফতর আলাদাভাবে ঘোষণা করেছে যে, তাইয়ানের দুটি ফাউন্ডেশনের (দ্যা তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং দ্য তাইওয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড) সঙ্গে চীনের মূল ভূণ্ডের কোম্পানিগুলো বাণিজ্য কিংবা অর্থনৈতিক লেনদেন করতে পারবে না।