কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্দমনীয় লোভ

দেশ রূপান্তর মামুনুর রশীদ প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ০৯:৪৫

পৃথিবীটাই অশান্ত হয়ে উঠেছে। শহরের অলিগলিতে, ঘরে-বাইরে এমনকি গ্রামবাংলার চায়ের দোকানে নানা ধরনের গুজব একটু একটু করে জায়গা করে নিয়েছে। টানা দুই বছরের করোনা সংক্রমণ জীবনযাপনের স্থবিরতা, মৃত্যুভয় সব মিলিয়ে যখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তখনই শুরু হয়ে গেল যুদ্ধ। দূরত্বের দিক থেকে যুদ্ধরত দুটি দেশ খুব কাছে নয় কিন্তু আজকের দিনে সারা পৃথিবীটাই একটা বড় গ্রাম। সেই গ্রামের কোনো একটি পাড়া-মহল্লায় যদি কিছু ঘটে তার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সর্বত্র। এর কারণ হলো পৃথিবীতে কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। সবাই নিজের দেশের জন্য স্বার্থপরের মতো সম্পদ সঞ্চয় করে রাখে। যাদের নিজস্ব সম্পদ আছে তারা তো বটেই যাদের নেই তারাও অন্য দেশ থেকে খাদ্য, জ¦ালানি এসব কিনে কিনে দুর্দিনের জন্য ব্যবস্থা করে রাখছে। আমাদের অবস্থাটা পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে ভিন্ন। আমাদের মানুষ বেশ সঞ্চয়মুখী এবং একসময় প্রতিবেশীর প্রতিও ছিল উদার। মানুষ মানুষের খোঁজ করত। অভাবে, দুর্দিনে কাছে গিয়ে দাঁড়াত।


মুক্তিযুদ্ধের পর একটা নতুন অর্থনীতিকালে এক ধরনের লোভী মজুদদারের জন্ম হয়। এরা মজুদদারি শিখে যায়। অতি মুনাফাখোর এক ব্যবসায়ী চক্র বাজারকে কুক্ষিগত করে ফেলে। সদ্য স্বাধীন বাংলাদেশের প্রতি তাদের কোনোই অঙ্গীকার ছিল না। এরা শিক্ষা গ্রহণ করেছে তেতাল্লিøশের (বাংলা ১৩৫০) দুর্ভিক্ষ থেকে। সে সময় স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি ফসল উৎপাদিত হয়েছিল। তখন যুদ্ধাবস্থা, ব্যবসায়ীদের মজুদের কারসাজিতে একটা কৃত্রিম দুর্ভিক্ষ শুরু হয় এবং খাদ্যদ্রব্যের দাম হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যায়। এতে অনাহারে ব্যাপক মানুষের মৃত্যু ঘটে। সেই সঙ্গে আঙুল ফুলে কলাগাছের আশীর্বাদধন্য হন কিছু মুষ্টিমেয় ব্যবসায়ী। মুক্তিযুদ্ধের পরপর তা-ই হয়েছিল। নতুন সরকার এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছিল। তার সঙ্গে যুক্ত হয়েছিল জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। সেই ব্যবসায়ীরা এবং তাদের বুদ্ধিদাতারা দিনে দিনে আরও বেশি সক্রিয়তা এবং দক্ষতা লাভ করেন। সুযোগ পেলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হঠাৎ হঠাৎ বাড়িয়ে দেন। ১৯৭২ সাল থেকেই একটি সরকারি প্রতিষ্ঠানের নাম চারদিক থেকে শোনা যায় টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)। টিসিবি খাদ্যদ্রব্য আমদানি করে খোলাবাজারে বিক্রি করতে শুরু করে কিন্তু চাহিদা অনুযায়ী তার জোগান এত সীমিত ছিল যে প্রয়োজনের তুলনায় তা একেবারেই অপ্রতুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও