কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছে অ্যান্টার্কটিকা

বণিক বার্তা প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ০৮:১৫

বরফে আচ্ছাদিত অঞ্চল অ্যান্টার্কটিকাকে সাবমেরিন কেবলের মাধ্যমে যুক্ত করার উদ্যোগ নিয়েছে চিলি ও সিঙ্গাপুরের দুটি অবকাঠামো উন্নয়ন প্রতিষ্ঠান। এর মাধ্যমে কেবলের মাধ্যমে দ্রুতগতির যে ইন্টারনেট পরিষেবা দেয়া হয় সে সুবিধাও অঞ্চলটিতে যুক্ত হবে।


টেকরাডার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ডেসারোলো পাইস এবং বিডব্লিউ ডিজিটালের সহযোগী প্রতিষ্ঠান এইচ২ কেবলের যৌথ উদ্যোগে চিলি থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ১৫ হাজার কিলোমিটার দীর্ঘ কেবল বা তার টানা হবে। এছাড়া চিলিয়ান মেইনল্যান্ড ও নিউজিল্যান্ডও এ সংযোগের আওতায় থাকবে। অন্যদিকে এ সংযোগের মধ্যে দুই হাজার কিলোমিটারের আলাদা আরেকটি শাখা থাকবে, যেটি অ্যান্টার্কটিকাকে যুক্ত করবে।


২০২১ সালে দ্য রেজিস্টার প্রকাশিত একটি গবেষণাপত্রের তথ্যানুযায়ী, অ্যান্টার্কটিকার স্কট বেজ ও ম্যাকমুর্ডো স্টেশন বর্তমানে ইন্টারনেট সংযোগের ঘাটতিতে রয়েছে। এমনকি এটিকে ব্রডব্যান্ড নেটওয়ার্ক হিসেবেও গণ্য করা যায় না। প্রতিবেদনটির লেখক পিটার নেফ বলেন, গ্রীষ্মকালে অঞ্চলটির এক হাজার অধিবাসী যে ইন্টারনেট ব্যবহার করে তা যুক্তরাষ্ট্রের তিন সদস্যের পরিবারের সমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও