You have reached your daily news limit

Please log in to continue


ঘরের দেওয়ালে Damp থাকলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ার ঝুঁকি! সতর্ক থাকার নিদান দিলেন চিকিৎসক

চলছে বর্ষাকাল। এই সময়ে জলের দাপটে এমনিতেই যাতা অবস্থা হয়ে যায়। এবার বেশিরভাগ মানুষই দেওয়ালের এই সমস্যাকে হালকাভাবে নিয়ে থাকেন। তবে দেখা গিয়েছে যে এই সমস্যা কিন্তু গুরুতর শারীরিক জটিলতা তৈরি করে দিতে পারে। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।

এই প্রসঙ্গে কলকাতার আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল (Doctor Rudrajit Pal) বলেন, আসলে দেওয়ালে ড্যাম্প (Wall Damp) থাকলে তার থেকে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই জায়গায় তৈরি হয়ে যাচ্ছে ফাঙ্গাস (Fungus) ও ব্যাকটেরিয়া (Bacteria)। আসলে ঘরে ফাঙ্গাস থাকলে তা Spores তৈরি করে। এটা বাতাসে উড়ে বেড়ায়। তাই ড্যাম্প থেকে সমস্যা তৈরি হয়ে যাওয়া খুবই স্বাভাবিক (Health Risks of Damp)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন