You have reached your daily news limit

Please log in to continue


আপনিও কি এই খাবারে অভ্যস্ত? সন্তান সম্ভাবনা কমবে কিন্তু...

প্রায় প্রতিটি পুরুষ মানুষই বাবা হতে চান। এবার দেখা গিয়েছে যে এই বাবা হওয়ার পথে বাঁধা হয়ে করতে পারে কয়েকটি জিনিস। এই তালিকায় কয়েকটি খাবারও রয়েছে। এর থেকে দূরে থাকতে পারলেই পুরুষের ফার্টিলিটি ঠিক থাকতে পারে।

বিশেষজ্ঞদের কথায়, আমাদের জীবনযাত্রার এখন ঠিক ঠিকনা নেই। কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে। যেমন আমাদের জীবনে রয়েছে দুশ্চিন্তা। নানা বিষয়ে মানুষ দুশ্চিন্তা করে থাকেন। এবার এই দুশ্চিন্তার কারণে সমস্যা দেখা দেয়। পাশাপাশি ঘুম নেই, শারীরিক কসরত নেই। এই কারণেও সমস্যা তৈরি হয়ে যেতে পারে।

চিকিৎসকরা বলছেন, কিছু ভুল অভ্যাসের কারণে ইনফার্টিলিটির (Infertility) সমস্যা তৈরি করে দেয়। এক্ষেত্রে স্পার্ম কাউন্ট (Sperm Count) কমে যেতে পারে। এবার এই স্পার্ম কাউন্ট কমলে যে আপনার ফার্টিলিটি (Men's Fertility) কমবে, এটা বুঝে নিতে হবে। তাই বাবা হতে চাইলে কয়েকটি খাবার থেকে দূরে যাওয়ার চেষ্টা করুন (Worst Foods for Men's Health)। তবেই পুরুষ মানুষ ভালো থাকতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন