কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেদম পিটুনি খেয়ে বিব্রতকর রেকর্ডে নাসুম

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ২০:০৯

দেশের মাঠে খেলা হলে নাসুম আহমেদ হয়তো ২২ গজ থেকে সুড়ঙ্গ তৈরি করে ড্রেসিং রুমে ফিরতে চাইতেন। দর্শকদের কটু কথা হজম করা খুব কঠিনই হয়ে যেত তাঁর।



খেলাটা বিদেশে হচ্ছে বলে সেটি করতে হচ্ছে না। তবে আজকের দিনটি নিশ্চয়ই দ্রুত ভুলে যেতে চাইবেন নাসুম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারিত টি-টোয়েন্টিতে যে আজ এক ওভারেই ৩৪ রান দিয়েছেন তিনি!



টি-টোয়েন্টিতে এটিই কোনো বাংলাদেশি বোলারের এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড, সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ। এত দিন বাংলাদেশের হয়ে এই বিব্রতকর রেকর্ডের সবার ওপরে ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে ৩১ রান দেন তিনি। পাঁচ ছক্কা ও এক সিঙ্গেলে একাই সেই রান তোলেন ডেভিড মিলার। ওই ম্যাচে টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন বাঁহাতি হার্ড হিটার।



আজ নাসুমের ওপর দিয়েও মহাপ্রলয় বইয়ে দিয়েছেন এক বাঁহাতি—তিনি রায়ান বার্ল। জিম্বাবুয়ের ইনিংসের ১৫তম ওভারে একাই ৩৪ রান নিয়েছেন এই পাওয়ার হিটার। পঞ্চম বলে ছক্কার জায়গায় চার না মারলে আরও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো নাসুমকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও