বৃষ্টির পানি থেকে ত্বক ও চুলের সুরক্ষায়
বৃষ্টি প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি দিলেও বৃষ্টির পানি যে ত্বক ও চুলের জন্য খুব একটা ভালো নয়, এ কথা এড়িয়ে যাওয়ার উপায় নেই। ফলে ত্বক ও চুলের অনেক সমস্যা দেখা দেয় বর্ষাকালে। তাই বৃষ্টির পানি যাতে সৌন্দর্যহানির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
ত্বকের দেখভাল
আমাদের ত্বক যদি সরাসরি বৃষ্টির পানির সংস্পর্শে আসে, তবে খুব সহজেই আক্রান্ত হতে পারে। বর্ষাকালে ত্বকের যেসব ক্ষতি হতে পারে:
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বর্ষাকালে ব্রণ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। গুমোট আবহাওয়া ও আর্দ্রতায় বেশি পরিমাণে ঘাম হওয়ার কারণে ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। তার ওপর ধুলো ত্বকে পড়ে লোমকূপ বন্ধ করে দেয়। ফলে ঘাম বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে প্রচুর পরিমাণে ব্রণ হয়।
বর্ষাকালে প্রচুর পরিমাণে ঘাম হয়। এ সময় মুখসহ শরীরের বিভিন্ন অংশ প্রচুর পরিমাণে ঘামে। ফলে শরীরে দুর্গন্ধ ও বিভিন্ন ধরনের সংক্রমণ হয়। এ সময় মূলত দূষিত পানির মাধ্যমে দাদ বা অ্যাকজিমার মতো চর্মরোগ হয়।
সতর্কতা
সংক্রমিত ত্বকে অ্যান্টি-ফাঙ্গাল পাউডার বা ক্রিম ব্যবহার করে ত্বক শুষ্ক রাখতে হবে। সংক্রমিত জায়গায় হাত লাগানো যাবে না।
বৃষ্টিতে ভেজা এড়িয়ে চলতে হবে। ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল থাকে, তাই তাদের বেশি সচেতন থাকতে হবে। কোনো কারণে বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত কাপড় বদলে নিতে হবে।
বর্ষাকালে ফ্লিপ ফ্লপ বা স্লিপার-জাতীয় স্যান্ডেল পরতে হবে। এটা পা শুকনো রাখে ও সংক্রমণের আশঙ্কা কমায়।
কাপড়চোপড় সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। এ সময় কাপড়ে ফাঙ্গাস ধরে ও ত্বকের ক্ষতি করে।
চুলের সমস্যা