আলিয়ার সুসময়
কাগজ-কলমের হিসাবে ২০২২ সালের মতো বছর আর আসেনি আলিয়া ভাটের জীবনে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর বলা যায় এটা। বিয়ে, সন্তান, প্রথমবার হলিউডে অভিনয়, প্রযোজিত প্রথম সিনেমার মুক্তি, স্বামী রণবীর কাপুরের সঙ্গে জুটি হয়ে প্রথমবার সিনেমায়—এত কিছুই ঘটছে এই বছরে।
৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আলিয়া ভাট প্রযোজিত প্রথম সিনেমা ‘ডার্লিংস’। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। আলিয়া বলেন, ‘গল্পটা যখন পেয়েছি তখনো ভাবিনি এই সিনেমা বানিয়ে কত আয় করব। গল্পটা কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, সেই চেষ্টাই ছিল মুখ্য। আমি নিজেকে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে ভাবি। টাকাপয়সার হিসাব আমি বুঝি না। গল্পটা প্রথম বাবাকে শুনিয়েছিলাম। বাবা বলেছেন তোমার যদি মনে হয় এই সিনেমা মানুষ দেখবে, তাহলে দেখবে। তোমার প্রযোজনায় আমি রায় দেব না।’ সিনেমায় শেফালী শাহ, বিজয় বর্মার মতো দক্ষ অভিনয়শিল্পীর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাটকে। প্রথমবার তাঁদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে আলিয়া বলেন, ‘শেফালীকে আমি ‘‘শেফ’’ ডাকি। আমি ওর ভক্ত। সিনেমায় মা-মেয়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে আমরা বন্ধুর মতো। আমি, বিজয় আর শেফ সেটে এত মজা করতাম যে অন্যরা মাঝে মাঝে বিরক্ত হতো।’
প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’-এর শুটিংও শুরু করেছেন এই বছর। হলিউড তারকা গ্যাল গ্যাদতের সঙ্গে অভিনয় করেছেন। আলিয়া বলেন, ‘গ্যাল খুব অমায়িক আর পরিশ্রমী। আমরা ঝড়ের গতিতে কাজ শেষ করেছি। হিন্দি সিনেমায় ১২ ঘণ্টায় শিফট। ওখানে টানা ১০ ঘণ্টার শিফটের পর বিরতি। ক্ষুধা লাগবে, খেয়ে নেবে টুকটাক। এর জন্য সবাই মিলে শুটিং সেটে বসে আড্ডা দিয়ে খেতে হবে, ব্যাপারটি ওখানে নেই।’