You have reached your daily news limit

Please log in to continue


‘বলিউডে কাজ করতে হলে নায়কের বাড়িতে রাত কাটাতে হয়’

উপমহাদেশের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড। মুম্বাইয়ের এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তারকাখ্যাতি পেয়েছেন হাজারো মানুষ। হিন্দি সিনেমার আঁতুড়ঘর এটি। বলা হয়, বলিউড অত্যন্ত প্রতিযোগিতামূলক জায়গা। এখানে সহজে কেউ সুযোগ পায় না। আবার সুযোগ পেয়ে টিকে থাকাও কঠিন।

অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত জানালেন, বলিউডে টিকে থাকতে হলে, প্রতিষ্ঠা পেতে হলে নায়কের কুপ্রস্তাবে রাজি হতে হয়; নায়কের বাড়িতে গিয়ে রাত কাটাতে হয়। এসব মেনে নিতে পারেননি বলেই কাজ থেকে ছিটকে পড়েছেন তিনি।


মল্লিকা শেরাওয়াত বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা। খোলামেলা দৃশ্যে অভিনয় করে নিজেকে ‘সেক্স সিম্বল’ হিসেবে পরিচিত করেছিলেন তিনি। এ কারণে ব্যাপক সমালোচনাও সহ্য করতে হয়েছিল তাকে। তবে তিনি মনে করেন, তার সাহসী পদক্ষেপের কারণেই আজ বলিউডের অভিনেত্রীরা খোলামেলা হয়ে কাজ করছেন।

সম্প্রতি এক সাংবাদ সংস্থার সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার ভাষ্য, ‘প্রথম সারির নায়কেরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। কারণ তাদের কুপ্রস্তাবে আমি কখনও রাজি হইনি। যেসব নায়িকাকে তারা শাসন করতে পারতেন, তাদের ঘনিষ্ঠ হতে রাজি করাতে পারতেন, তারাই সিনেমায় সুযোগ পেতেন। আমি এই দলে ছিলাম না। তাই ভাল কাজও পেতাম না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন