কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


লো ব্লাড প্রেশার কেন হয়

মাথা ঘুরাচ্ছে, একটু ঝিমুনি ভাব, দুর্বলতা, ঘাড়ের পেছনে অস্বস্তি বা মাথাব্যথা হলে অনেকেই এসে অভিযোগ করেন তার লো প্রেশার হয়েছে। অনেকেই এমন হলে চিন্তিত হয়ে পড়েন। দেহে রক্ত সঞ্চালনের জন্য হৃদযন্ত্র মুখ্য ভূমিকা পালন করে। হৃদযন্ত্রের প্রতিনিয়ত সংকোচন-প্রসারণের ফলে এ কাজটি হয়ে থাকে এবং রক্তনালিতে এক ধরনের চাপের সৃষ্টি হয়, যা ব্লাড প্রেশার বা রক্তচাপ নামে পরিচিত। হৃদযন্ত্রের সংকোচনের ফলে সৃষ্ট রক্তচাপকে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং প্রসারণের ফলে সৃষ্ট রক্তচাপকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলে। সাধারণের কাছে যা যথাক্রমে ওপরের ও নিচের ব্লাড প্রেশার নামে পরিচিত। এই রক্তচাপের স্বাভাবিক মাত্রা হচ্ছে সিস্টোলিকের ক্ষেত্রে ১০০-১৪০ মিমি এবং ডায়াস্টোলিকের ক্ষেত্রে ৬০-৮০ মিমি। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার ১০০ বা ৯০ মিমির নিচে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ৬০ মিমি এর নিচে চলে আসে তাহলে তাকে লো ব্লাড প্রেশার বলে।

লক্ষণ

 মাথা ঘোরানো।  মাথা হালকা ভাব লাগা।   মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া।

 বমি ভাব।  চোখে ঝাপসা দেখা।


 মাত্রাতিরিক্ত পিপাসা।   হাত-পা ঠা-া হয়ে যাওয়া।  দ্রুত হৃৎস্পন্দন।

 ক্লান্তিবোধ।

 শোয়া বা বসা থেকে উঠতে গেলে মাথা চক্কর দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন