কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের কেন্টাকির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৫:৪৯

আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৩৭-এ দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ অনেকে। বন্যার কারণে একই পরিবারের এক থেকে আট বছর বয়সী চার শিশুসহ ছয়জনের প্রাণহানি হয়েছে। সোমবার (১ আগস্ট) কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, কয়েক শ মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 


বন্যার পানিতে শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে। এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন অন্তত ১২ হাজারের বেশি পরিবার। রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি মেরামতে কয়েক লাখ ডলার খরচ হবে বলে জানান কেন্টাকির গভর্নর। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড ও পুলিশ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নৌকার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩০০ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। 


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যাকে ‘বড় দুর্যোগ’ বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি কেন্দ্র থেকে সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও