কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে ফের মাঙ্কিপক্স রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৭

ঢাকা পোষ্ট ভারত প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৫:৪৪

বিশ্বের অনেকে দেশের মতো ভারতেও বেড়েই চলেছে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিবেশী এই দেশটিতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলেছিল কেরালায়। সেই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটিতে আবারও মিলল মাঙ্কিপক্সে সংক্রমিত এক রোগী।


এনিয়ে দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। মঙ্গলবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফেরা এক ব্যক্তির শরীরেই মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে করে দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। এর মধ্যেই এক কেরালা রাজ্যেই শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ জন। কেরালার স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।


ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মাঙ্কিপক্সে আক্রান্ত বলে সর্বশেষ শনাক্ত হওয়া ওই যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফিরেছেন জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ। ৩০ বছর বয়সী ওই যুবককে বর্তমানে মলপ্পুরমের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।


সংবাদমাধ্যম বলছে, হাসপাতালে ওই যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৭ জুলাই কোঝিকোড় বিমানবন্দরে পৌঁছান তিনি। কেরালায় এই নিয়ে পাঁচ জন মাঙ্কিপক্সে সংক্রমিত হলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও