You have reached your daily news limit

Please log in to continue


ঋষি সুনাক না লিজ ট্রস?

শীতপ্রধান দেশ ব্রিটেন এখন দুই ধরনের উত্তাপে উত্তপ্ত। একদিকে প্রাকৃতিক দাবানলে পুড়ে যাচ্ছে কর্নওয়েল, কেন্ট ও পেমব্রুকশায়ার; অন্যদিকে টোরিদলীয় রাজনীতিতে লেগেছে আগুন। যে আগুনে কপাল পুড়েছে বরিস জনসনের। ফলে শিল্পবিপ্লবের সূতিকাগার ব্রিটেন এখন প্রায়শ্চিত্ত করছে জলবায়ু পরিবর্তনের অভিশাপ মাথায় নিয়ে।

অনাবৃষ্টি ও হিটওয়েভের ফলে সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে লন্ডনের ফায়ার ব্রিগেড যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সর্বোচ্চ ব্যস্ত সময় পার করছে; তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি, মূল্যম্ফীতি, ব্রেক্সিট-পরবর্তী ব্যবস্থাপনায় অসংলগ্নতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসৃষ্ট জ্বালানি সংকট প্রভৃতি ব্রিটেনের রাজনীতিতে দাবানলের আগুন ছড়িয়েছে। জনসনের পদত্যাগ সেই আগুন প্রশমন করতে পারছে না মোটেই। এ আগুন নিয়ন্ত্রণে টোরিরা এখন তাঁদের পরবর্তী নেতা নির্বাচনে ব্যস্ত। কে সেই কাণ্ডারি, যিনি টোরিদের রাজনীতির দাবানল থেকে উদ্ধার করতে পারেন- সুনাক, নাকি ট্রুস?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন