![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-08%252Fc26e9609-3b9f-4f1f-b34b-53806d0702b6%252F49a8fd67-7d30-4004-bc8b-d73c9c2acfac.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
৩৫ ঘণ্টা পর চবিতে ছাত্রলীগের একাংশের অবরোধ প্রত্যাহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে সংগঠনের একাংশের ডাকা অবরোধ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
ক্যাম্পাসে অবরোধ শুরুর ৩৫ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তা প্রত্যাহারের ঘোষণা দেন কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা।
অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাস ও শাটল ট্রেনের চলাচল স্বাভাবিক হয়নি।
ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ নিয়ে আজ বেলা ১১টার দিকে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তারপরই অবরোধ প্রত্যাহার করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
চবি ছাত্রলীগের যে অংশ অবরোধ ডেকেছিল, তারা ক্যাম্পাসে মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
শাখা ছাত্রলীগের পদবঞ্চিত ‘বিজয়’ উপপক্ষের নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তাঁরা যে কমিটিতে পদ পাননি, তা শিক্ষা উপমন্ত্রী জেনেছেন। তাই তাঁরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীরকে জানানোর জন্যই অবরোধ ডাকা হয়েছিল কি না—এমন প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দিতে চাননি দেলোয়ার।