সঞ্চয়পত্র বিক্রি ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৬২ শতাংশ কম হয়েছে
সরকারের সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণগ্রহণ ২০২১-২২ অর্থবছরে কম হয়েছে প্রায় ১৯ হাজার ৯১৫ কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে এ খাত থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়, এটি তার ৬২.২৩ শতাংশ।
গত অর্থবছরে এই খাত থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের নেট লক্ষ্যমাত্রা ছিল।
একইসময়ে সঞ্চয়পত্রের ক্রেতাদের প্রায় ৪০ হাজার কোটি টাকা সুদ বা লভ্যাংশ বাবদ দিয়েছে সরকার। আজ সোমবার (১ আগস্ট) জাতীয় সঞ্চয় অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদন অনুসারে এসব তথ্য জানা গেছে।
গত অর্থবছরে সরকার সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ১ লাখ ৮ হাজার ৭০ কোটি টাকা সংগ্রহ করে। তবে আগের ঋণ ও লভ্যাংশ মিলিয়ে পরিশোধ করে ৮৮ হাজার ১৫৫ কোটি টাকা।
খাত সংশ্লিষ্টদের মতে, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন সার্টিফিকেট প্রদর্শনের নতুন বাধ্যবাধকতা এবং তার অন্যথা হলে জেল-জরিমানার বিধান– সঞ্চয়পত্রে বিনিয়োগ কমিয়েছে।