![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F13d8c029-cfbe-43c3-9cf5-421fa80a9159%252FLiton_during_practice_at_ZACS_Ctg__3.jpg%3Frect%3D0%252C0%252C3000%252C1688%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
শেষ ম্যাচে অধিনায়ক লিটন
প্রথম আলো
প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৬:৪৯
গত বছর এপ্রিলের কথা। নিউজিল্যান্ড সফরে চোটের কারণে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি।
সে ম্যাচেই প্রথমবারের মতো বাংলাদেশের অধিনায়কত্ব করেন লিটন দাস। এবার নুরুল হাসানের চোট আরেকবার অধিনায়কত্বের সুযোগ করে দিচ্ছে লিটনকে।
দলীয় সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে লিটনেরই অধিনায়কত্ব করার কথা। বিসিবিপ্রধান নাজমুল হাসান সবুজ সংকেত দিলেই আনুষ্ঠানিকভাবে সেটি জানিয়ে দেওয়া হবে। দলের এক সূত্র এ ব্যাপারে বলেছেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব বিকেলের দিকে। লিটনেরই সম্ভাবনা বেশি।’