টেলিটকে ফাইভ জি? অন্তত দেড় বছরের অপেক্ষা
ঢাকার ‘গুরুত্বপূর্ণ’ আবাসিক এলাকা ও সরকারি অফিসের জন্য ২০২৪ সাল থেকে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক বা ফাইভ জি সেবা চালু করতে চায় রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।
সেজন্য ২৩৬ কোটি ৫৪ লাখ টাকায় ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্কে বাণিজ্যিকভাবে ৫জি প্রযুক্তি চালুকরণ’ শীর্ষক একটি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে।
প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব মো. মামুন আল- রশীদ।