চাইলেই আমরা পারমাণবিক বোমা বানাতে পারি: ইরান

বাংলা ট্রিবিউন ইরান প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৬:১৫

পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা ইরানের রয়েছে। তবে এমন কোনও ইচ্ছা তেহরানের নেই। সোমবার এমন দাবি করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।


গত জুলাই মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা কামাল খাররাজির করা মন্তব্য পুনর্ব্যক্ত করেন মোহাম্মদ এসলামি। কামাল খাররাজি বলেছিলেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। তবে এই ধরনের কোনও কর্মসূচি সরকারের এজেন্ডায় নেই।


ইরান ইতোমধ্যেই ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তেহরানের ২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে নির্ধারিত মাত্রার চেয়ে ৩.৬৭ শতাংশের বেশি। তবে পারমাণবিক বোমা তৈরির জন্য ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও