![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/08/01/a85e602639754f9eba9a4b2de20ee0ad.jpg?itok=RGGeK7Pm×tamp=1659339170)
স্পটিফাই, অ্যাপলকে টেক্কা দিতে আসছে টিকটক মিউজিক অ্যাপ?
www.tbsnews.net
প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৫:৩৭
বর্তমানে বহুল জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে নতুন নতুন গান আবিষ্কার, কিংবা পুরনো গানের নতুন করে প্রচারের বিষয়টি কারো অজানা নয়। এ অবস্থায় তারা নিজস্ব মিউজিক স্ট্রিমিং অ্যাপ চালু করলে তা মোটেই আশ্চর্যজনক হবে না।
ইনসাইডার এর উন্মোচিত কিছু পেটেন্ট ফাইলিং থেকে এমন তথ্যই জানা গেছে।
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স মে মাসে 'টিকটক মিউজিক' এর জন্য ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে একটি ট্রেডমার্ক আবেদন জমা দিয়েছে।
ফাইলিং অনুসারে, এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা গান কিনতে, শুনতে, শেয়ার করতে এবং ডাউনলোড করতে পারবেন। এছাড়া, প্লেলিস্ট তৈরি, শেয়ার এবং রেকমেন্ড করতে পারবেন তারা। গানে কমেন্ট করার পাশাপাশি লাইভস্ট্রিম অডিও এবং ভিডিও করার সুযোগও পাবেন ব্যবহারকারীরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে