পোষা প্রাণীকে তীব্র গরম থেকে বাঁচাতে পরিধানযোগ্য ফ্যান বাজারে আনলো জাপান

www.tbsnews.net প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ১৫:৩৪

জাপানে গ্রীষ্মের তীব্র গরমে সকলের প্রাণ ওষ্ঠাগত, প্রচন্ড দাবদাহে প্রতি মুহূর্তেই যেন শরীর থেকে ঝরছে ঘাম। এমন অবস্থায় মানুষেরা নিজেদের শরীর ঠান্ডা রাখার নানারকম উপায় বের করতে পারলেও, পশু-পাখির সেই উপায় নেই। তাই বিশেষ করে, পোষা প্রাণীদের কথা বিবেচনা করে, একদল পশুচিকিৎসকের সাথে মিলে পরিধানযোগ্য ফ্যান তৈরি করেছে টোকিওর একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান।


এই বিশেষ ডিভাইসে রয়েছে ব্যাটারিচালিত ৮০ গ্রাম ওজনের একটি ফ্যান যা একটি জাল জাল বুননের পোশাকের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। পোষা প্রাণীর শরীরে এটি পরিয়ে দিলেই তার শরীরের চারদিকে বাতাস লাগবে।


মাতৃত্বকালীন পোশাক নির্মাতা প্রতিষ্ঠান সুইট মাম্মি'র প্রেসিডেন্ট রেই উজাওয়া জানান, বাইরের প্রচন্ড গরমে হাঁটতে বেরোলে নিজের পোষা প্রাণী চিহুয়াহুয়ার হাঁসফাঁস অবস্থা দেখেই ফ্যান বানানোর কথা তার মাথায় আসে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও