বরফ গলাতে চান

প্রথম আলো প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ২১:৩১

চলতি বছরের ২৮ মার্চ অস্কারের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। স্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় সোজা মঞ্চে উঠে ক্রিসকে কষে এক চড় মারেন অভিনেতা। সেই ঘটনার পর উইল স্মিথ ক্ষমা চেয়েছে ক্রিস রকের কাছে। অস্কার কর্তৃপক্ষ ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে স্মিথকে। তাঁর স্ত্রী জাডা গত জুন মাসে প্রথমবার ঘটনাটি নিয়ে মুখ খোলেন। তবে একবার ক্ষমা চাইলেও আলোচিত–সমালোচিত ঘটনাটি নিয়ে বিস্তারিত বলেননি স্মিথ। চার মাস পর অবশেষে মুখ খুললেন অভিনেতা।

এক ভিডিও বার্তায় আবারও ক্রিসের কাছে ক্ষমা চান স্মিথ। গত শুক্রবার ইউটিউবে পোস্ট করা ভিডিওতে অভিনেতা বলেন, ‘আমি গভীরভাবে অনুতপ্ত। ওই সময় আমার ওই আচরণ করার কোনো কারণই ছিল না। তবে যেহেতু মানুষ, আমি ভুল করেছি। ক্রিস, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার আচরণ ছিল অগ্রহণযোগ্য। তুমি যখনই চাইবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।’


ওই ঘটনার জন্য ক্রিস রকের মায়ের কাছেও ক্ষমা চাইতে চান অভিনেতা। তিনি বলেন, ‘আমার ভেতরকার কোনো সত্তাই চায়নি এমন হঠকারী কাজ করতে। কিন্তু করে ফেলেছি ক্রোধের বশে। করার সময় মাথা কাজ করেনি। পরে অনুশোচনা হচ্ছে। আমি ভাবিনি ওই কাণ্ড কত মানুষকে মর্মাহত করেছে। আমি ক্রিসের মায়ের কাছে ক্ষমা চাইতে চাই। তাঁর পুরো পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। বিশেষ করে টনি রকের (ক্রিস রকের ভাই) কাছে। আমাদের দারুণ একটা সম্পর্ক ছিল, যা অপূরণীয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও