ঘরের মাঠে বিশ্বকাপ, নারীদের প্রয়োজনের সবটুকু দেবেন পাপন
ইংল্যান্ডের বার্মিংহামে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয় আইসিসির সর্বশেষ সভা। সেখান থেকে আজ রোববার (৩১ জুলাই) বিকেলে বেশ চওড়া হাসি নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সভায় চূড়ান্ত হয়েছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব বাংলাদেশের। নিঃসন্দেহে এটি পাপনের বোর্ডের বড় অর্জন। সেই অর্জন আরো বেশি রাঙাতে নারী দলকে ঢেলে সাজানোর ভাবনা বোর্ড সভাপতির।
ঢাকায় পা দিয়ে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে পাপন বলছিলেন, ‘বাংলাদেশ (২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে) চূড়ান্ত হয়েছে, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ, আমাদের মেয়েরা নিজেরা নিজেরাই ভালো করছে। আসলে আমরাতো তাদেরকে তেমন কিছু করতে পারিনি। একটা সময় তাদেরকে বাইরে থেকে কোচ দিয়েছিলাম। এশিয়া কাপে যেবার চ্যাম্পিয়ন হল, সেবার কিন্তু পুরো কোচিং স্টাফ ছিল। তবে এখন কোচিং স্টাফও নেই।’