স্ত্রীকে গ্যাসের চুলায় ফেলে পুড়িয়ে মারেন স্বামী, ১৭ বছর পর হলো মৃত্যুদণ্ড

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১৮:১৩

১৭ বছর আগে রাজধানীর ডেমরায় এক গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার মামলায় তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক এ এম জুলফিকার হায়াত আজ রোববার এই রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন আমিন ওরফে ফকির আমিন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।


ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহামুদা আক্তার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।


মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, যৌতুকের জন্য গৃহবধূ সাবানা বেগমকে ২০০৫ সালের ১১ নভেম্বর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে ২০০৬ সালের ১২ মার্চ আসামি ফকির আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডেমরা থানা–পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও