ত্বকের যত্নে বেসনের ৫ প্যাক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১২:৫৫
যুগ যুগ ধরেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে বেসন। ত্বকের ময়লা দূর করার পাশাপাশি কালচে দাগ ও রোদে পোড়া দাগ দূর করতে কার্যকর বেসন। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতেও এটি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। জেনে নিন ত্বকের যত্নে বেসন কীভাবে ব্যবহার করবেন।
- বেসনের সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট বানান। মিশ্রণটি ১৫ মিনিট লাগিয়ে রাখুন ত্বকে। এরপর ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দ্রুত দূর করবে এই প্যাক।
- ত্বক উজ্জ্বল করতে চাইলে বেসনের সঙ্গে ১ চিমটি হলুদের গুঁড়া ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
- ত্বকের তেলতেলে ভাব কমাতে ২ চা চামচ মুলতানি মাটি, ১ চা চামচ বেসন ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রাখবেন ত্বকে।
- টমেটো চটকে বেসনের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে উজ্জ্বল। পাশাপাশি দূর হবে রোদে পোড়া কালচে দাগ।
- বেসনের সঙ্গে টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে ত্বকে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- ফেসপ্যাক
- বেসন