You have reached your daily news limit

Please log in to continue


আট গোলের সুপার কাপে শেষ হাসি বায়ার্নের

রবার্ট লেভানডফস্কি চলে যাওয়ার পর বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের সক্ষমতা নিয়ে সন্দেহে ভুগছিলেন অনেকে। সাদিও মানে এসে কত দ্রুত মানিয়ে নিতে পারবেন সেটাও দেখার বিষয়।

লাইপজিগে রেড বুল অ্যারেনায় কাল রাতে দুটি প্রশ্নের উত্তর বায়ার্ন মিউনিখই মিলিয়ে দিল। লেভানডফস্কি চলে যাওয়ার পরও ক্ষুরধার আক্রমণভাগ এবং মানের সপ্রতিভ অভিষেক দেখে খুশিই হবেন জার্মানির ক্লাবটির সমর্থকেরা।

জার্মান সুপার কাপে কাল লাইপজিগকে ৫-৩ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন। আট গোলের এই ম্যাচ জন্ম দিয়েছে রেকর্ডের। প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো ম্যাচে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। এর আগে ১৯৮৯ সালের ম্যাচে সাত গোলের জন্ম দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার্ন। ইউলিয়ান নাগলসমানের দল কাল রাতে রোমাঞ্চ ছড়িয়ে রেকর্ডটি নতুন করে লিখিয়েছে।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ১৪, ৩১ ও ৪৫ মিনিটে গোল করেন যথাক্রমে জামাল মুসায়ালা, সাদিও মানে ও বেনজামিন পাভার্দ। সেনেগালিজ তারকা মানের এ ম্যাচ দিয়ে অভিষেক ঘটল বায়ার্নের জার্সিতে। মানে ও পাভার্দকে গোল দুটি বানিয়ে দেন মুসায়ালা ও সার্জ নাব্রি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন