কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মসজিদের গাছে প্রথম পাকা কাঁঠাল, নিলামে উঠল ২৬ হাজার টাকা

বিডি নিউজ ২৪ সরাইল প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ১৯:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদের গাছে ধরা প্রথম পাকা কাঁঠাল নিলামে ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।


জেলার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের মসজিদ কমিটি শুক্রবার এই কাঁঠালটি নিলামে তোলার উদ্যোগ নেয়। তাতে সাড়াও পড়ে এলাকায়।

গ্রামের বাসিন্দা কাঞ্চন মিয়া (৩৫) কাঁঠালটি কেনেন।


কাঞ্চন সাংবাদিকদের বলেন, “মসজিদ আল্লাহর ঘর। কাঁঠালটি মসজিদের গাছের হওয়ায় মনের প্রশান্তির জন্য আমি বেশি দাম দিয়ে কিনেছি।”


গ্রামের লোকজন জানান, গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের গাছে এবারই প্রথম কিছু কাঁঠাল ধরেছে। তার মধ্যে একটি কাঁঠাল পেকে গেলে নিলামে তোলার প্রস্তাব ওঠে।

মাঝারি আকারের কাঁঠালটি শুক্রবার জুমার নামাজের পর নিলামে তোলা হয়। এক হাজার টাকায় শুরু হয় নিলামের ডাক। আধা ঘণ্টার নিলাম শেষে ২৬ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন কাঞ্চন মিয়া।


মসজিদের ইমাম আবদুস সালাম খান বলেন, “কাঁঠাল বিক্রির টাকা মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে