ধাক্কা দিয়ে সরকারকে সরাতে পারবে না বিএনপি: কৃষিমন্ত্রী

জাগো নিউজ ২৪ কামরাঙ্গী চর থানা প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ১৮:০৯

সরকারকে ধাক্কা দিয়ে বিএনপি সরাতে পারবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।


শনিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে সরকারি হাসপাতাল মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের এক ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা জানান তিনি।


কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ২০১৩ সাল থেকে কখনও জামায়াতকে নিয়ে, কখনও হেফাজতকে নিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে, কিন্তু সরকারকে নড়াতেই সক্ষম হয়নি। উল্টো সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই মুখ থুবড়ে পড়েছে।


বিএনপির পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ২০০১-০৬ সালে ক্ষমতায় থেকে তারা (বিএনপি) নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। সে সময় জঙ্গি ও সন্ত্রাসী দিয়ে দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল। লুটপাট করে শত শত কোটি টাকা পাচার করেছিল বিদেশে। সেই পাচার করা টাকায় তারেক জিয়া এখন লন্ডনে বসে খাচ্ছে, সিনেমা দেখছে এবং রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে।


তারেক জিয়ার ষড়যন্ত্রকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোরভাবে মোকাবিলা করবে বলে জানান মো. আব্দুর রাজ্জাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও