You have reached your daily news limit

Please log in to continue


নিলামে ২৮ লাখ ডলারে বিক্রি হলো অলড্রিনের জ্যাকেট

১৯৬৯ সালে চাঁদের বুকে প্রথম মানুষের পদচিহ্ন পড়েছিল। প্রথম মানব হিসেবে চাঁদের বুকে নেমে ইতিহাস গড়েছিলেন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং। অ্যাপোলো ১১ মিশনের এ চন্দ্র অভিযানে নিল আর্মস্ট্রংয়ের সঙ্গে ছিলেন বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স। ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো ১১ সফলভাবে চাঁদে অবতরণ করে। নিল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখার ১৯ মিনিট পর চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করেন বাজ অলড্রিন। তাঁরা প্রায় সোয়া দুই ঘণ্টা চাঁদের মাটিতে ঘোরাফেরা করেন। এরপর চন্দ্রপৃষ্ঠ থেকে সাড়ে ২১ কেজি বিভিন্ন উপাদান সংগ্রহ করে তাঁরা পৃথিবীতে ফিরে আসেন। এ অভিযানে অ্যাপোলো ১১ মিশনের লুনার মডিউল 'ঈগল'-এর পাইলট হিসেবে কমান্ড মডিউল 'কলম্বিয়া' থেকে চাঁদে অবতরণ ও ফিরে আসার দায়িত্বটি ছিল অলড্রিনের কাঁধে। ঐতিহাসিক এ অভিযানে অলড্রিন পরে ছিলেন বিশেষ জ্যাকেট। এই জ্যাকেটটি এবার নিলামে ২৮ লাখ ডলারে বিক্রি হলো। ৯২ বছর বয়সী জীবন্ত এ কিংবদন্তি নিজের ব্যক্তিগত ৬৯টি জিনিসপত্র নিলামে তুলেছিলেন। যুক্তরাষ্ট্রের পতাকা আর নাসার লোগো খচিত স্পেস জ্যাকেটটিকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার ইতিহাসে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' স্মারক। অ্যাপোলো ১১ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন