বর্ষার মরশুমে চুলকানিতে ভুগছেন? ঘরোয়া উপায়েই দ্রুত সমস্যা মেটান
eisamay.com
প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৮:১১
বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে খাতায় কলমে চলছে বর্ষা (Monsoon)। এই সময়ে চারিদিকে কিছু সমস্যা বাড়তে শুরু করে দেয়। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। এক্ষেত্রে চুলকানি হওয়াটাও এই সময় সম্ভব।
আসলে বর্ষায় সময় চারিদিক হয়ে যায় স্যাঁতস্যাঁতে। এবার এই অবহাওয়াতে কিছু রোগ বাড়ে। এমনই একটি সমস্যার নাম হল চুলকানি (Itching)। আসলে এই সময়ে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বাড়ে। এছাড়া ত্বকের পিএইচ ব্যালেন্সও ঠিক থাকে না। এই কারণে সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। এক্ষেত্রে শরীরে চুলকানি হয়।