কাঁচা দুধ খাওয়ার অপকারিতা
দুধকে আদর্শ খাবার বলা হয়। কারণ খাদ্যের ছয়টি পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট (শর্করা), প্রোটিন (আমিষ), ফ্যাট (স্নেহ), মিনারেল (খনিজ উপাদান), ভিটামিন ও পানি-সবই দুধে থাকে। সুস্থ থাকার জন্য যেসব খাবার নিয়মিত খেতে হবে, তার মধ্যে একটি হলো দুধ। অনেকে বেশি পুষ্টির আশায় কাঁচা দুধ খেয়ে থাকেন।
নানা পুষ্টিগুণে ভরা দুধ খাওয়ার উপকারিতার কথা কম-বেশি সবারই জানা। তবে বেশি পুষ্টির আশায় কাঁচা দুধ খেলে কি সত্যি উপকার মেলে? নাকি লাভের আশায় খেতে গিয়ে ক্ষতিই হয় বেশি? চলুন তবে জেনে নেয়া যাক কাঁচা দুধ খাওয়ার অপকারিতা সম্পর্কে- দুধের উপকারিতা দুধের উপকারিতা অনেক।
ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি, পটাসিয়াম এবং ভিটামিন ডি এর মতো পুষ্টিতে ভরা হলো দুধ। এটি প্রোটিনের একটি ভালো উৎস। দুধ খেলে তা হাড়ের স্বাস্থ্য, কোষ এবং টিস্যু পুনর্জন্ম, মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে। সেইসঙ্গে এটি পেশির কার্যকারিতা এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তবে সেজন্য দুধ খেতে হবে সঠিক উপায়ে। কাঁচা দুধের ক্ষতিকর দিক দুধ পানের সঠিক উপায় সবার ক্ষেত্রে এক নাও হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- দুধ
- মানবদেহে দুধের উপকারিতা
- দুধের গুণ