ধারাবাহিকে আগ্রহ হারাচ্ছেন দর্শক
ধারাবাহিক নাটকের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে নব্বইয়ের দশকের ‘সকাল সন্ধ্যা’, ‘এই সব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’সহ অনেক নাটকের নাম। ২০০০ সালের পর দর্শকদের মন জয় করেছিল ‘বন্ধন’, ‘৫১বর্তী’, ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘৪২০’, ‘হাউসফুল’, ‘সাকিন সারিসুরি’, ‘আলতা সুন্দরী’সহ বেশ কিছু নাটক। এসব নাটক দেখতে টিভি সেটের সামনে ভিড় করতেন দর্শক।
কেবল দর্শক কেন, শিল্পী, কলাকুশলীদেরও আলাদা আগ্রহ থাকত নাটকগুলো নিয়ে। কিন্তু একসময়ের তুমুল জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক এখন মুখ থুবড়ে পড়েছে। ধারাবাহিক নিয়ে কেবল যে দর্শকের আগ্রহ কমেছে, তা–ই নয়, দেশের প্রথম সারির বেশির ভাগ তারকাই ধারাবাহিকে অভিনয় করেন না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গল্পে বৈচিত্র্য না থাকা, পরিকল্পনা ও বাজেটের অভাবই এর মূল কারণ। তাঁদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ধারাবাহিক নাটক পুরোনো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে পারবে না।