বুকে ব্যথা হলে

দেশ রূপান্তর প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৯:০৬

কখনো কখনো হঠাৎ বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথা একটি অস্বস্তিকর এবং উদ্বেগ সৃষ্টিকারী অনুভূতি। বিভিন্ন কারণে বুকে ব্যথার অনুভূতি হয়। সাধারণত বুকে ব্যথা হলে তা হৃদরোগজনিত কারণে অথবা গ্যাস্ট্রিকজনিত কারণে হচ্ছে বলে ধরে নেওয়া হয়। অথচ এ দুটোর বাইরেও অনেক সময় বুকে ব্যথা হয়ে থাকতে পারে। আবার অনেক সময় আমরা হৃদরোগজনিত বুকের ব্যথাকে গ্যাস্ট্রিকজাতীয় ব্যথা ভেবেও ভুল করে থাকি, যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।


কারণ ও ধরন


হৃদরোগ


হৃদরোগজনিত বুকে ব্যথাকে বলা হয় অ্যানজাইনা। সাধারণত ভরা পেটে এ ব্যথা হয়ে থাকে। বুকে চাপ ধরে থাকে এবং ব্যথাটা ঘাড়, হাতে ছড়িয়ে যায়। সঙ্গে প্রচুর ঘাম হতে থাকে। প্রায় ২০ মিনিট স্থায়ী হয় এ ব্যথা।



ফুসফুসের রোগ


ফুসফুসের সংক্রমণ হলে বুকে ব্যথা হয়। শ্বাস নেওয়ার সময় বা কাশি দিলে তীব্র ব্যথা করে ওঠে।


গ্যাস্টিক


গ্যাস্ট্রিকজনিত কারণে, দীর্ঘ সময় না খেয়ে থাকলে পেটে সৃষ্ট অ্যাসিডের কারণে বুকে ব্যথা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও