You have reached your daily news limit

Please log in to continue


ব্রিটিশরা যেভাবে পাখাওয়ালাদের শোষণ করত

ভারতের উষ্ণ আবহাওয়া ঝামেলায় ফেলে ব্রিটিশদের। সমস্যা সমাধানে নিয়োগ দেওয়া হয় পাখাওয়ালাদের, যাদের কাজ নিজেরা না ঘুমিয়ে ব্রিটিশ প্রভুদের ঘুম পাড়ানো। কেমন ছিল পাখাওয়ালাদের প্রতি ব্রিটিশদের আচরণ? লন্ডনে তীব্র দাবদাহের সময় ব্রিটিশদের কি পাখাওয়ালাদের কথা মনে পড়ে? লিখেছেন তৃষা বড়ুয়া          

ঘুমের দফারফা

দিনভর কাজের চাপ ও ব্যস্ততা শেষে ঘরে ফিরে পরিশ্রান্ত মানুষ চায় শান্তিতে ঘুমাতে। বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকের ঘুমে চোখ বুজে যায়। আবার কেউ কেউ অনেক ক্লান্ত থাকা সত্ত্বেও বিছানায় এপাশ-ওপাশ ফেরেন, ঘড়ির কাঁটা দেখেন একটু পরপর কিন্তু রাত যত বাড়ে ঘুম ততই তাদের কাছে অধরা থেকে যায়। ঠিক সময়ে ঘুম না এলে বা কম ঘুমালে অবসন্ন হয়ে পড়ে শরীর। এভাবে টানা দিনের পর দিন ঘুম না আসাকে চিকিৎসা শাস্ত্রে ইনসমনিয়া বা অনিদ্রা বলে। এটি এ সময়ে বেশ প্রচলিত এক শব্দ। মানসিকসহ বিভিন্ন কারণে এই রোগ হতে পারে। তবে এমন একসময় ছিল যখন মানসিক সমস্যার কারণে মানুষের ঘুম হারাম হতো, তা নয়। অতিরিক্ত গরম আবহাওয়া ও মশার কামড়ের কারণে কিছু ব্যক্তির ঘুমাতে সমস্যা হতো। এই ব্যক্তিরা আর কেউ নন, সুদূর পশ্চিমের শীতপ্রধান দেশ থেকে ভারতীয় উপমহাদেশ লুটপাট করতে আসা ব্রিটিশরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন