![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Jul/16/1657954815665.jpg&path=/uploads/news/2022/Jul/29/1659106685197.jfif&width=600&height=315&top=271)
সিরাজগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মুনসের আলীর (৬০) বজ্রপাতে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে মুনসের আলী গরু ছাগলের জন্য ঘাস কাটতে চরে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। একই ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের মৃত মোকসেদ আকন্দের ছেলে নুরুজ্জামান আকন্দ (৬০) তার স্ত্রী সানোয়ারা বেগমকে নিয়ে পাটের শোলা আনতে চরে গিয়ে একই সময় বজ্রপাতে মারা যান। এ সময় সানোয়ার হোসেনের স্ত্রী আহত হয়েছেন।
এ মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।